Atmoprakash
মাঝ-পঞ্চাশের পরিমলবাবু নাতি-স্থানীয় সুদীপের হাত ধরে কম্প্যুটার আর ইন্টারনেটের জগতে ঢুকে এখানে-ওখানে ঘুরতে ঘুরতে গে–লেসবিয়ান সাইটে গিয়ে আটকে গেলেন, আর বুঝতে পারলেন যে নিজের সমকামীতা সম্বন্ধে তাঁর যে সন্দেহ ছিল তা সত্যি। বুঝলেন এইজন্যই তিনি অকাল-প্রয়াত স্ত্রী বিমলাকে কোনদিন শারীরিক সুখ দিতে পারেন নি। অন্যদিকে সুদীপের মা, সুভদ্রা পরিমলবাবুর গ্রীক মিথলজির অ্যাডনিসের মতো অপূর্ব সুন্দর চেহারা দেখে তাঁর সঙ্গে প্লেটোনিক প্রেমে হাবুডুবু খেতে-খেতে রুঢ়ভাবে প্রত্যাখ্যাত হল। কিন্তু ইতিমধ্যে স্বামী সুবিমলের সঙ্গে সম্পর্ক শেষ। এদিকে পরিমলবাবু সারা জীবন অ্যাডভেঞ্চার-প্রিয়। তাই পরিণত বয়সে এসে চাইলেন অন্য পুরুষের সঙ্গ ও যৌন-তৃপ্তি। একদিন সুদীপ তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু শুভ্রদীপকে বাড়িতে এনে হাজির। ‘একে কোথায় আগে দেখেছি’ – মনে খচখচ করতে লাগলো, কিন্তু পরিমলবাবু তার কোন হদিশ করতে পারলেন না। একদিন এক গে–লেসবিয়ান সাইট থেকে একজনের সঙ্গে এক হোটেলের ঘরে দেখা করার কথা ঠিক হল। সেখানে গিয়ে পরিমলবাবু জানলা দিয়ে দেখতে পেলেন শুভ্রদীপ আসছে। সেদিন আত্মগ্লানির দংশনে পালিয়ে বাঁচলেন পরিমলবাবু। কিন্তু অ্যামেরিকাতে পড়তে আসা সুদীপ তার ফ্রেন্ড–গাইড–ফিলসফার দাদুকে জানাল যে সে শুভ্রদীপকেই ভালোবাসে। তখন পরিমলবাবুর সামনে খোলা রইলো একমাত্র একটাই পথ। কী সেই পথ?
Author Name
Rahul RayTerms and Conditions
All items are non returnable and non refundable